কুড়িগ্রামবিএনপি

বিএনপি এখন পা ভাঙা বাঘ : তথ্যমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তা কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘বিএনপি এখন পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দি সিংহ, শুধু গর্জন করতে পারে আর কিছু পারে না।কাজেই এসব আন্দোলন করে বিশৃংখলা করে কিছু হবে না, সংবিধান মেনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান থেকে এক চুল ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘সারা পৃথিবীতে কোথাও কেয়ারটেকার সরকার নেই। একমাত্র পাকিস্তানে আছে।বিএনপি পাকিস্তানপ্রীতির কারণে কেয়ারটেকার চায়। বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘বিএনপি বলে পাকিস্থানই ভালো ছিল, তারা পাকিস্থানকেই অনুসরণ করবে এটাই স্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা এসেছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে তারা কথা বলছেন।

এতে নেতিবাচক কিছু নেই।

কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় নেতা এডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker