নীলফামারীর ডোমারে বর্তমান সরকারের গণমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য সহকারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুপকার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান বারী।
মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠানের সভাপতি মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুপকার ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: রায়হান বারী বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি সাব-ব্লকে মা ও শিশুদের নিয়মিত টিকাদান ও আইপিসি কার্যক্রম জোরদারকরণ, কমিউনিটি ক্লিনিকে উপস্থিতি ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা, অনলাইন ও জন্ম-মৃত্যু রিপোর্ট, মৃত ব্যক্তির ভারবাল অটোপসি রিপোর্ট, সংক্রামক-অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে বর্ষাকালীন জনসচেতনতা তৈরিতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা: কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী, টিএলসিএ আশরাফুল আলম মিঠু সহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।