জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ অমর হোক, জিএম কাদের জিন্দাবাদ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনে লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা জাপার নেতাকর্মীরা সকালে শহরের মুল মুল সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রেলওয়ে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
রবিবার (১ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
লালমনিরহাট শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে জেলা জাপার আয়োজনে সদর জাপার সভাপতি এ্যাডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাপার সদস্য সচিব,মোঃ জাহিদ হাসান লিমন।
এর আগে জেলা জাপা লালমনিরহাট শহরের মুলমুল সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালী। র্যালীটিতে নেতৃত্ব দেন জেলা জাপার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। এসময় লালমনিরহাট সদর জাপার সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহাতাব আলী, পৌর জাপার আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, সদস্য সচিব রবিউল ইসলাম আউয়ল, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আশরাফ আলী খান মিঠু, জেলা ছাত্রসমাজসহ জাপা ও জাপার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।