লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে দিনের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।সোমবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষে সর্ব প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: আবু জাফর।
করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে একুশের প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভাষা শহীদদের প্রতি প্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ভিড়ে শহিদ মিনার চত্বর পরিপুর্ন হয়ে যায় ১২:০১ মিনিটের আগেই।
আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানাসহ জেলা বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা দিবেদন করেন।