লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা আমিনুর ইসলাম (৫৪) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস গ্রামের মৃত খবির উদ্দিনের ছোট ছেলে আমিনুর ইসলাম (৫৪) এর সাথে তারই আপন বড় ভাই মোবারক ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই জের ধরে বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এরই এক পর্যায়ে আমিনুরের ভাতিজা (বড় ভাই মোবারকের ছেলে) তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে বড় ভাই মোবারকও আমিনুরকে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় আমিনুরকে তার পরিবারের লোকজন উদ্দার করে পাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে আমিনুরের মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ নিহত আমিনুর ইসলাম এর লাশ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে সদর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।