দেশের সকল মানুষের মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লালমনিরহাটের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।
শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর মোনাজাত শুরু হয় লালমনিরহাট কালেক্টরেট মাঠের এ ইজতেমায়। এতে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মওলনা মুফতি শফিক সাহেব।
এর আগে বুধবার (৮ ডিসেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট জেলায় এ অঞ্চলিক ইজতেমা শুরু হয়। তিন দিনের ইজতেমায় জেলার ৫টি উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় লক্ষাধিক মানুষ ইজতেমা মাঠে সমবেত হন।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষের ঢল নামে ইজতেমা মাঠে। দুপুর ১২টা বাজার সাথে সাথে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।
ইজতেমায় দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের শত শত মুসল্লি দেশের বিভিন্নস্থানে তাবলীগে যেতে সম্মত হয়েছেন বলে আয়োজক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।