গাইবান্ধার পলাশবাড়ীতে ঊনত্রিশ(২৯) বোতল ফেনসিডিলসহ ফয়জুর রহমান (৫২) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।থানা সূত্রে জানায়, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম-এর নির্দেশনায় গোটা গাইবান্ধা জেলার অংশ হিসেবে পলাশবাড়ী এলাকার সর্বত্র মাদকমুক্ত রাখতে এলাকার সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন সমূহে মাদক বিরোধী পুলিশি তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিদিন মাইকিং এর মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে এসআই হৃষিকেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক, এএসআই নুর আলম সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ীস্থ ঢাকা-রংপুর মহাসড়কে সন্দেহ জনক চলন্ত থ্রি-স্টার লিমা যাত্রীবাহী বাস আটকিয়ে তল্লাশি কালে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর রাখা ঊনত্রিশ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ফয়জুরকে হাতে-নাতে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী ফয়জুর দিনাজপুর জেলার সদর উপজেলার রথিনাথপুর (ফকিরপাড়া) নিবাসি দিলু মোহাম্মদের ছেলে।থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।