খাগড়াছড়ি

আনসার বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপ- মহাপরিচালক মহোদয়ের পরিদর্শন

খাগড়াছড়ির দিঘীনালার ছোটমেরুং এ অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়নে আনসার বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপ- মহাপরিচালক মহোদয়ের পরিদর্শন করেন।

শান্তি শৃঙ্খলা উন্নয়ন সর্বত্র আমরা। এই শ্লোগান নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এগিয়ে চলছে দুর্বার গতিতে।  এরই ধারাবাহিকতায় গত ২২ আগষ্ট খাগড়াছড়ির দিঘীনালার ছোটমেরুং এ অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শনে আসেন
বাহিনীর সম্মানিত উপ- মহাপরিচালক জনাব মোঃ শাহবুদ্দিন, বিএএমএস পিএএমএস,  চট্টগ্রাম রেঞ্জ মহোদয়।

রবিবার (২২ আগস্ট ২০২১)  সম্মানিত উপ-মহাপরিচালক জনাব মোঃ শাহবুদ্দিন, বিএএমএস পিএএমএস,  চট্টগ্রাম রেঞ্জ মহোদয়১টি নারিকেল গাছের চারা রোপনের করেন।

মহোদয়কে প্রথমে ফুল দিয়ে বরণ  করেন ব্যাটালিয়ন অধিনায়ক জনাব চন্দন দেবনাথ, সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন,  কোম্পানি কমান্ডার রাজীব হোসাইন, সকল পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরবর্তীতে মহোদয়  স্টক টেকিং এর সকল কাজ সম্পন্ন করেন। পরে মহোদয় ব্যাটালিয়নের সকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং ভূয়সী প্রশংসা করেন।  পরে মহোদয় ব্যাটালিয়নের সকল সদস্যদের মধ্যে দরবার নেন, কুশল বিনিময় করেন এবং দিক- নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। দরবারে উপ- মহাপরিচালক তাঁর বক্তব্য বলেন আনসার বাহিনী বর্তমান সরকারের সময়ে জনগনের জন্য সফলতার সহিত কাজ করে যাচ্ছে এবং বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে। আদর্শ ব্যাটালিয়নের সকল গুনাবলী ৩ আনসার ব্যাটালিয়নের সকল কার্যক্রমে রয়েছে।  এ ধারা অব্যাহত থাকবে এবং আমরা জনগনকে খুব কাছ থেকে সেবা দিতে পারবো এ বলে বিশ্বাস করি।

পরিশেষে উপ- মহাপরিচালক মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং ব্যাটালিয়ন, ব্যাটালিয়নের অধিনায়ক ও সকল কর্মকর্তা কর্মচারীর উত্তরোত্তর সাফল্য কামনা করে চট্টগ্রামের উদ্দেশ্য ব্যাটালিয়ন হতে প্রস্থান করেন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker