গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে মঙ্গলবার (০৯-০৭-২২) গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি গরু দুইটি ঘর ও অন্যান্য মালামাল ভষ্মিভুত হয়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, মহিমাগঞ্জের শ্রীপতিপুর ঘোষপাড়া গ্রামের রংপুর চিনিকলের সাবেক সভাপতি/কর্মচারী আব্দুল বাকী সরকারের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে আকষ্মিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মাধ্যে দুইটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে বাকী সরকারের পালিত একটি বাছুর সহ দুইটি গরু এবং আসবাবপত্র সহ দুইটি ঘর আগুনে ভষ্মিভূত হয়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।