গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বল আনতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়, অন্যদিকে বিকেলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আরও এক শিশু। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনের পুকুরে। সেখানে সাদাত নামের এক শিশু পুকুর থেকে বল আনতে গিয়ে পানিতে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ সময় চেষ্টার পর শিশুটির নিথর দেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
অন্যদিকে, একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর নতুন বাজার এলাকায় আজ বিকেল ৩টার দিকে আরও একটি শিশুর নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নদীতে নামার কিছু সময় পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নদীর প্রবাহমান পানি ও গভীরতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ কোথাও শিশুটিকে ভেসে উঠতে দেখেন তাহলে যেন দ্রুত তাদের অথবা স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
উল্লেখ্য, বর্ষার মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় এমন দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন থাকার আহবান জানানো হয়েছে।