মবের উল্লম্ফন’ বন্ধ না হলে ‘কাফফারা’: ‘তাণ্ডব’ বন্ধে নিপুনের হুঁশিয়ারি
টাঙ্গাইলের কালিহাতীতে 'তাণ্ডব' সিনেমা বন্ধ হওয়ায় নির্মাতা আশফাক নিপুন প্রধান উপদেষ্টাকে 'কাফফারা' দিতে বললেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশ্ন তুললেন।
সিনেমা হল সংকট লাঘবের উদ্দেশ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টারের হল ভাড়া করে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলেন। ঈদের দিন থেকে ছবিটি হাউজফুল চলছিলো। তবে এতে বাধা দেয় পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল, যেখানে ‘তাণ্ডব’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের দাবি জানানো হয়। এরপর নিরাপত্তাহীনতার কথা বলে মঙ্গলবার (১০ জুন, ২০২৫) থেকে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ ওঠে এবং রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন তোলা হয়। নির্মাতা আশফাক নিপুনের কণ্ঠে সেই প্রতিবাদের কড়া প্রতিধ্বনি শোনা গেছে। তিনি এই ঘটনার সূত্র ধরে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে দাবি করেন, এই ঘটনার কাফফারা দেওয়ার জন্য।
তার ভাষায়, ‘‘অবিলম্বে কালিহাতিতে ‘তাণ্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করেন, যে কোনও পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা করেন এবং সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস আপনার মূল কাজ হওয়া উচিত এটা।’’ শাকিব খান ও সাবিলা নূর অভিনীত রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ ঈদের দিন থেকে দেশের সর্বাধিক সিনেমা হলে চলছে।
প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে আশফাক নিপুন আরও বলেন, ‘টাঙ্গাইলের কালিহাটিতে সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ আর আপনি (প্রধান উপদেষ্টা) এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যে কোনও প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?’