গোবিন্দগঞ্জ
গোবিন্দগঞ্জে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা, যেখানে মিলবে সব ধরনের ডিজিটাল ভূমি সেবা
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন:
- জেলা জামায়াতের সাবেক আমির ডাঃ আব্দুর রহিম সরকার
- উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ
- পৌর বিএনপির সভাপতি ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু
- উপজেলা জামায়াতের সাবেক আমির নুরনবী প্রধান
- বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তিনদিনব্যাপী এই মেলায় ভূমি সেবাগ্রহীতারা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন, ই-নামজারি আবেদন, অনলাইন ডিসিআর ও খতিয়ান সেবা গ্রহণসহ ভূমি-সম্পর্কিত বিভিন্ন ডিজিটাল সেবা পাবেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলায় স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে।