মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা
'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি' প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফানুস উড়িয়ে ভূমি মেলা শুভ উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভার সমাপনী বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, যিনি সভাপতির দায়িত্বও পালন করেন।
উপজেলা সমাজ সেবা অফিসার ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:
- মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আল মামুন
- মুক্তিযোদ্ধা আলী আকবর
- মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির
- মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ
- বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান
- বালিজুড়ী ইউনিয়নের সেবা গ্রহিতা মাইদুল ইসলাম সুমন
- আদারভিটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কে এম শহিদুল্লাহ প্রমূখ।
এ সময় উপজেলা আইসিটি অফিসার নূর ইসলাম ও বিআরডিবি অফিসার রূহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ভূমি অফিসের স্টাফবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।