বিরামপুরে গোপন সূত্রের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকারের দিক নির্দেশনায় চৌখস এস, আই- শরিফুল ইসলাম, এ এস আই- আসাদুজ্জামান আসাদ, সঙ্গীয় ফোর্স সহ আসামী – সুমন আলি ৩৫, পিতা- মোতাহার আলি ও সীমা বেগম -৪২, স্বামী- আনিছুর মাষ্টার, দুই জনের বাসা- ডাংগা পাড়া, হাকিমপুরে।
এস আই শরিফুল ও এ এস আই আসাদ যানান রাত্রি ৮ঃ০০ ঘটিকার সময় ফুলবাড়ী থেকে অ্যাপাছি ৪ভি মোটরসাইকেল যোগে ফেনসিডিল সহ হিলিতে যাচ্ছিলেন সুমন আলী ও সীমা বেগম। তাদেরকে বিরামপুরে ঢাকা মোড়ে থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এস আই শরিফুল ইসলাম মোটরসাইকেল যোগে তাদের পিছনে পিছনে ধাওয়া করে পূর্বপাড়া মোড়ে এসে চলন্ত বাইকে লাথি মেরে ফেলে দিয়ে তাদের কে আটক করে তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল জব্দ করেন।
ওসি সুব্রত কুমার সরকার জানান ৩ জনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে দুই জনকে আটক করা হয়েছে ও সীমা বেগম এর স্বামী আনিছুর মাষ্টার রোড ক্লিয়ার এর কাজে জড়িৎ ছিলো তাকে কলেজ বাজার বটতলী পর্যন্ত ধাওয়া করা হয়েছে তাকে ধরতে পারে নাই সে মামলার পলাতক আসামি।
তিনি আরও বলেন, বিরামপুর কে মাদক মুক্ত করতে মাদকের উপর কঠোর নজরদারি অব্যাহত আছে।