দিনাজপুর আদালত থেকে হাতকড়া পড়া অবস্থায় এক আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতে হাজিরা দিতে কারাগার থেকে নিয়ে আসা হলে ওই আসামি পুলিশের কাছ থেকে পালিলে যায়।
আদালত পুলিশ সূত্রে জানা গহেছে, পালিয়ে যাওয়া ওই আসামির নাম লুৎফর রহমান(৩৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার মোতাহার হোসেনের ছেলে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় মামলার তারিখে হাজিরা দেওয়ার জন্য জেলা কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে ৪৭ জন আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্যান্য আসামিদের সঙ্গে লুৎফর রহমান ছিলেন। আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে ডাক পড়লে দুই পুলিশ সদস্য আসামি লুৎফর রহমানকে সদর আমলী আদালত-১ এ নিয়ে যাওয়ার সময় কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান। জানা গেছে, ওই আসামির হাতে হাতকড়া লাগানো ছিলো। রাত সাড়ে ৮ টা পর্যন্ত আদালত চত্ত্বরসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও আসামি লুৎফর রহমানের সন্ধান পায়নি পুলিশ।
আদালত পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৮ মে আউলিয়াপুর এলাকায় হত্যার শিকার হন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। ওই ঘটনায় আরিফুলের বাবা ওহাবউদ্দিন লুৎফর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।