নওগাঁর রাণীনগরে ধারের পাওনা ৪০০ টাকা ফেরত না দেয়ায় এক যুবককে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে।
রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত মো. সুজন (১৯) ভরানীপুর গ্রামের সাইদুরের ছেলে। অভিযুক্ত নয়ন হোসেন একই গ্রামের বাসিন্দা।
আহত সুজনকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন।
চিকিৎসক জানান, ছুরিকাঘাতের কারণে ওই যুবকের হাতে ও পিঠে দুই স্থানে গভীর ক্ষত হয়। ক্ষতস্থানে চার থেকে পাঁচটি সেলাই দিতে হয়েছে।
আহত মো. সুজন জানান, চারদিন আগের একই গ্রামের ওম্বর হোসেনের ছেলে নয়নের কাছ থেকে ৪০০ টাকা ধার হিসেবে নেন তিনি। পরে টাকা না থাকায় তাকে টাকা ফেরত দিতে পারেননি তিনি।
তিনি জানান, রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কৃষিকাজের সন্ধানে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। ভবানীপুর মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে নয়নের সাথে তার দেখা হয়।
সেখানে নয়ন সুজনের কাছ থেকে ধারের ৪০০ টাকা ফেরত চাইলে তিনি কয়েকদিন পর দিতে চান। এসময় নয়ন ক্ষিপ্ত হয়ে সুজনকে চাকু দিয়ে হাতে ও পিঠে ছুরিকাঘাত করে।
এ বিষয়ে অভিযুক্ত পাওনাদার নয়ন হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত ভুক্তভোগী এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।