১২ জুলাই বেলা ১১ টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, চলতি বছরে পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১১ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত ১১ হাজার ৫০০ পরিবারের প্রত্যেককে ৫শ টাকা করে মোট ৫৭ লাখ ৫০ হাজার বিতরণ করা হয়েছে। ৫০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৫ মেট্রিক টন জি.আর এর চাল, ৫০০ পরিবারে মাঝে শিশুদের খাদ্য ও গো খাদ্য বিতরণ করা হয়েছে। বজ্রপাতে নিহত ১টি পরিবারকে ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মেরামতের জন্য ৬টি পরিবারে ১৮ বান্ডিল টিন ও ৫৪ হাজার টাকা, শুকনা খাবার হিসেবে ১০০ পরিবারে ১ হাজার টাকা মুল্যে খাদ্যপন্য সহায়তা সরকারি ভাবে প্রদান করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন জানান, অতি সম্প্রতি বরাদ্দকৃত জি,আর এর নগদ অর্থ প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বিতরণী কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে তা বিতরণ করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ১২ হাজার ৬০৭ পরিবারের মাঝে ৬১ লাখ ৪৪ হাজার টাকার মানবিক সহায়তা গত ৩ মাসে সরকারি ভাবে প্রদান করা হয়েছে।
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে করোনায় ক্ষতিগ্রস্থ ১২ হাজারের বেশি দরিদ্র পরিবারে ৬১ লক্ষাধিক টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।