বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আলতাফ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৯ এপ্রিল) সকাল ৭টার দিকে কাহালু উপজেলার বিবির পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ দুপচাঁচিয়া উপজেলার খিয়াল মধ্য পাড়া গ্রামের আইস প্রামাণিকের পুত্র। তিনি পেশায় বগুড়ার আদালতে কর্মরত একজন আইনজীবী ছিলেন।
কাহালু ফায়ার ষ্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক রুবেল রানা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে আলতাফ নামের একজন মোটরসাইকেলযোগে বগুড়া থেকে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন।
পথে কাহালু উপজেলার বিবির পুকুর এলাকার রহিমা ফিলিং ষ্টেশন থেকে তেল নিয়ে রাস্তায় উঠে সামনে স্পিডব্রেকার দেখে মোটরসাইকেলের গতি কমিয়ে দেন তিনি।
এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যান।
রুবেল রানা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ পৌঁছে ট্রাকটি আটক ও মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।