নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা-পরিচালক মাকসুরা নুরসহ সকল কর্মকর্তার অপসারণ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এ মানববন্ধন করে নার্সিং সংস্কার পরিষদ।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই। তারা অনেকেই নাসিং পেশায় ট্রেনিংপাপ্ত না হয়ে দায়িত্ব পালন করছেন।
যারা উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্স আছেন তাদের পদায়নের দাবিও জানান বক্তারা। তারা আরো বলেন, অপসারণ করা ও দাবি পুরন না হলে আগামীতে কঠোর কর্মসূচির গ্রহণ করা হবে।
এসময় বক্তব্য রাখেন, নার্সিং সুপারভাইজার নিলুফা বেগম, সুফিয়া খাতুন, সিনিয়র স্টাফ নার্স সোহানা খাতুন, শায়লা জাহান মৌসুমী, মাডওয়াইফ ফেন্সী, মিথিলাসহ আরো অনেকেই।
উল্লেখ্য: সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট। এখানে তিন ডিপার্টমেন্টে ৩৪ জন নার্স কর্মরত আছেন। এছাড়াও চলমান সময়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রয়োজনীয় সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাপক ব্যাহত হচ্ছে।