নান্দিনাতে বিডি ক্লিন পরিবারের পরিচ্ছন্নতা অভিযান
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’- স্লোগানকে সামনে রেখে সারাদেশে কাজ করে যাচ্ছে বিডি ক্লিন পরিবারের হাজারো স্বপ্নবাজ তারুণ। তাদের স্বপ্ন একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়বে। সারা দেশের মতো জামালপুর সদর উপজেলার নান্দিনাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন পরিবার।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নান্দিনা বাজারস্থ রানাগাছা ইউনিয়ন ভূমি অফিসের এক পাশ পরিষ্কার পরিছন্ন করে বিডি ক্লিন জামালপুর পরিবারের সদস্যরা।
আজকের অভিযানের দলীয় সমন্বয়ক মেহেদী হাসান সুলতান বলেন, আমরা স্বপ্ন দেখি একটি পরিচ্ছন্ন জামালপুর, তথা পরিচ্ছন্ন বাংলাদেশের। সে লক্ষ্যেই কাজ করে চলেছি। প্রশাসনসহ সকলের সহায়তা পেলে সহজেই পরিচ্ছন্ন জামালপুর জেলা গড়া সম্ভব হবে।
অভিযানের উপ-সমন্বয়ক মো: রাইহান রহমান রাজন বলেন, আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রথম পরিচ্ছন্ন জেলা হবে জামালপুর, আমরা এই স্বপ্ন পূরণে জেলার সকল পর্যায়ের ব্যক্তিগণকে পাশে চাই।
বিডি ক্লিন এর অভিযানের সাংগঠনিক সমন্বয়ক মো: শাহ্ পরান বলেন, আমি কিছু দিন আগে উল্লেখিত অফিসের পাশে আজকের অভিযানে পরিষ্কার করা স্থানটি দেখে খুব মন খারাপ হয়। তা দেখে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে সামাজিক মাধ্যমে আপলোড করি এবং বিডি ক্লিন পরিবারের নজরে আসলে তারা নান্দিনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে আগ্রহ প্রকাশ করেন। আমরা সবাই চাইলে নান্দিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন উপ-শহর হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলব।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এখন দেশের ৫৯টি জেলা ও ১৫০টির বেশি উপজেলায় বিডি ক্লিনের সদস্য রয়েছে ৪৪ হাজারের বেশি। তারা নিজ নিজ জেলা-উপজেলায় সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে স্থানীয় একটি অপরিষ্কার স্থান নির্বাচন করে তা পরিষ্কার এবং সবুজায়ন করেন।