সরিষাবাড়ী

মিথ্যা মামলা প্রত্যাহার ও এমপি’কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে কুটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী বাস টার্মিনালে এলাকায় (মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদ এবং পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের) আয়োজিত ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ-সময় মানববন্ধনে সরিষাবাড়ী পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পাল, সরিষাবাড়ী অনার্স কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম রনি, ভিপি নাজমুল হুদা বজলু, সাবেক জিএস মাহমুদুল হাসান দুখু, জিএস রাজন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সম্পাদক সেলিম আল মামুন, মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারন সম্পাদক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতা বিরোধী একটি চক্র আওয়ামীলীগের ব্যানারে এসে বিএনপির সুরে কথা বলছে। তারা আ.লীগের উন্নয়নকে ভাল চোখে দেখছে না। তারা সংসদ সদস্যসহ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের নিয়ে নানা অপপ্রচার চালিয়ে আসছেন।

বক্তারা আরো বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে নিয়ে এ চক্রটি অপপ্রচার চালাচ্ছে। শুধু তা-ই নয়। সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এমপিকে নিয়েও নানান কটুক্তি করেছে চক্রটি। সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker