জামালপুরের সরিষাবাড়ীতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সরিষাবাড়ী ওলামা ও তৌহিদী জনতা।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ওলামা ও তৌহিদী জনতা।
শাহীন স্কুলের শিক্ষক কৃষ্ণ চন্দ্র সুত্রধর ইস্কনের একজন সক্রিয় সদস্য। সে কৌশলে কোমলমতি মুসলিম শিক্ষার্থীদের মাঝে প্রাইভেট পড়ানোর নামে ইসলামী বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে আসছেন। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ওলামা ও তৌহিদী জনতার আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ঈমান সমিতির সভাপতি মাওলানা নাজমুল হুদা, শুয়াকৈর দাখিল মাদ্রাসার সুপার শহিদুল্লাহ, পৌর ঈমান-মোয়াজ্জেম কল্যান সমিতির সভাপতি মাওলানা মো. জুনায়েদ, মুফতি মো. কামরুজ্জামান, সরিষাবাড়ী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, আইয়ুব আলী আনছারি, শিক্ষার্থী শিহাব উদ্দিন, ফাহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে কৃষ্ণ চন্দ্র সুত্রধরের সাথে মুটোফোনে সাংবাদিকদের বলেন, তিনি ২০১৩-১০১৪ সাল থেকে ইস্কনের সাথে জড়িত। ইস্কনের আদর্শ ধারন করেন তিনি। তবে ইসলামী বিদ্বেষ ছড়ানোর বিষয়টি অস্বীকার করেন তিনি।