জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন সড়কে চলমান অবৈধ যানবাহনের হেডলাইটের তীব্র আলোই যেন রাতের বেলায় ঝুঁকিপূর্ণ।
এতে দুর্ঘটনার আখঁড়া হিসেবে দাঁড়িয়েছে সড়ক গুলোতে।
আগে বেশিরভাগ নছিমন-ফাইটার যানের মাধ্যমে দুর্ঘটনা ঘটত। তবে বর্তমানে এসব দুর্ঘটনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত যানবাহনের এলইডি হেডলাইটের আলো।
উপজেলার বিভিন্ন সড়কে চলমান যানবাহনের এলইডি হেডলাইটের ব্যবহার বেড়ে গেছে। এসব হেডলাইটের আলোর রশ্মি তীব্র হওয়ায় অপর পাশ থেকে আসা চালকের চোখ ধাঁধিয়ে যায়। ফলে উপজেলার প্রায়ই সড়কেই ঘটে দুর্ঘটনা।
বর্তমানে এসব অনুমোদনহীন যানবাহনের চলাচল বেড়েই চলেছে। শত চেষ্টা করেও এসব যানবাহন বন্ধ করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন। সাধারণ মানুষ অনেকটা বাধ্য হয়ে এসব অবৈধ যানবাহনে চলাচল করছেন।
স্থানীয়রা জানান, আগে নছিমন, ফাইটার গাড়িতে দুর্ঘটনা ঘটত। তবে বর্তমানে এসব দুর্ঘটনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত গাড়ির সাদা লাইটের আলো। অবৈধ যান হিসেবে খ্যাত এসব যানবাহনের হেডলাইটের সাদা আলোয় রাস্তার পাশ দিয়ে চলাচল করতে সমস্যা হয় পথচারীদের। এসব অবৈধ যানবাহনে সাদা এলইডি হেডলাইট ব্যবহার বন্ধ করার জন্য প্রসাশনের কাছে দাবি জানান স্থানীয়রা।
ডোয়াইল ইউনিয়নের এক মটর সাইকেল চালক সেলিম মাহমুদ জানান, গত ১সপ্তাহ আগে অটো গাড়ির এই লাইটের আলোর কারনে মটর সাইকেল সহ তিনি রাস্তার পাশে পড়ে যান। এতে সে হাটুতে ব্যাথা পান এবং গাড়ির হেটলাইট ভেঙে যায়।
উপজেলার পৌর এলাকার ট্যাফে ট্রাক্টর চালক বলেন, অটোবাইক ও ভ্যানগাড়ীর সাথে লাগানো এলইডি হেডলাইটের রশ্মি ট্রাক্টরের আলোর চেয়েও তীব্র। ট্রাক্টরের সামনে দিয়ে রাতে কোনো ভ্যান আসলে আমরা সামনের দিকে কিছুই দেখতে পাই না। এ সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে।
মহাদান এলাকার অটো ভ্যান চালক ছবুর মিয়া বলেন, অটোভ্যান তৈরি করার পর বেশি আলোর জন্য এই এলইডি লাইট ব্যবহার করা হয়। বেশি আলোর জন্য এর বিকল্প তেমন কি আর আছে।
পোগলদিঘা ইউনিয়নের এলাকার সিএনজি চালক আলামিন বলেন, এইসব লাইটের ব্যবহারে ফলে রাস্তায় চলাচল করা অনেক কঠিন। প্রশাসনিক ভাবে এসব লাইটের ব্যবহার বন্ধ করা উচিৎ।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ বলেন, এলইডি লাইটের আলো খুব মারাত্মক। এই লাইট ব্যবহার করে গাড়ি চালালে দুর্ঘটনা সম্ভবনা থাকে বেশি। অবৈধ আর অন্যান্য যে যানবাহনে এলইডি লাইট লাগানো আছে এসব বিষয়ে নির্বাহী অফিসারের আদেশ পেলেই ব্যবস্থা গ্রহণ করা যাবে।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, গাড়িতে এলইডি লাইটের ব্যবহার নিয়ে এপর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে এমন বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।