জামালপুর
মোহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
Send an email
অক্টোবর ২৯, ২০২৪সর্বশেষ আপডেট অক্টোবর ২৯, ২০২৪
জামালপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
০ ২,৩২৮ এক মিনিটেরও কম সময়
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর জজ আদালতের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগস্ট উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিঠু কর্তৃক রুজুকৃত মামলায় আজ মঙ্গলবার জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।