গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা বাজার এলাকায় মঙ্গলবার সকালে মৎস্য খামারির মালিক মৎস্য ফিডের মূল্য উর্ধ্বগতির বিরুদ্ধে বিশাল মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছেন স্থানীয় খামার ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন যাবত আমরা মাছ চাষ করে আসছি, মাছের খাদ্যের অস্বাভাবিক বৃদ্ধির কারনে মাছ চাষে ব্যাপক লোকসান হচ্ছে। মৎস্য ফিডের মূল্য অতিরিক্ত বৃদ্ধির কারনে মাছ চাষ করেও কোন আয় হচ্ছে না। মৎস্য খামারে কৃষি মিটার থাকার কথা থাকলেও সেখানে দেওয়া হয়েছে বানিজ্যিক বিদ্যুতের মিটার। অন্তভর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে আবেদন এই মাছের ফিডের দাম কমিয়ে আনলে মাছ চাষ করা সহজ হত।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, আলাল সরকার, ছামান উদ্দিন আহমেদ, জাকারিয়া সরকার জনী প্রমুখ।