সামিউল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১ টায় স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল পলিশা মোড় হয়ে বিদ্যালয়ে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলামের মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ, মঞ্জিলা,মনিরা জাহান,ফারিনা,রাইহাতুন জান্নাত মাধুর্য প্রমূখ।
প্রধান শিক্ষককে থাকায় ক্লাস বর্জন করে শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবী প্রধান শিক্ষক কে মুক্তি না দেওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা এ জন্য ক্লাস বর্জন করে শত শত শিক্ষার্থী। উল্লেখ্য যে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন এ মামলায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক, পলিশা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।