কিশোরগঞ্জে গভীর রাতে একটি মন্দিরে হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়ায় মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটি জানায়, মন্দিরে বুধবার দিবাগত রাতে পূজা উদযাপন কমিটির সদস্যরা মন্দিরে ঘুমিয়ে যান। পরে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, প্রতিমা ভাঙচুর করা। পরে মন্দির কমিটির সভাপতিকে বিষয়টি জানালে তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংগঠনিক সম্পাদক, গোপীনাথ সংঘের রাজীব দাস বলেন, আমরা দোষীদের বিচার চাই। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করা হোক।
সহ-সাধারণ সম্পাদক,পৌর পূজা উদযাপন পরিষদ,, সুদীপ্ত পন্ডিত(শুভ) বলেন, আমরা স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টির সুরাহা চাই। আমরা বিশ্বাস করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে।”
শ্রী গোপীনাথ জিউড় আখড়ায় মন্দিরে সাধারণ সম্পাদক সজীব সাহা বলেন, এ ঘটনার পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শ্রী গোপীনাথ জিউড় আখড়ায় মন্দিরে সভাপতি লিটন সরকার বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।