স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ বেতারের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন বার্তা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে এই উন্নয়ন বার্তা অনুষ্ঠিত হয়।
প্রামাণ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার উপস্থাপক সজীব দত্ত। অনুষ্ঠানে গর্ভবতী জননীর যত্ন-পরিচর্যা, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, মেয়েদের মাসিককালীন সচেতনতাসহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান সম্পর্কে মুঠোফোনে বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল-আমিন খান বলেন, ‘শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশের অধিক মানুষ পিছিয়ে থাকলে দেশ এগুবে না, তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ বেতার।
এ-সময় সচেতনতা মূলক প্রামাণ্য এই অনুষ্ঠানে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কহিনুর খাতুন, কমিউনিটি ক্লিনিক হেলথ প্রভাইডার মল্লিকা আক্তার, সাংবাদিক স্বপন মাহমুদ, স্বেচ্ছাসেবক আতিফ আসাদ, বোরহান উদ্দিন সহ গর্ভবতী মা, অভিভাবক ও কিশোর-কিশোরী সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।