মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি:
ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল সুস্থ দেহে সুস্থ্য মন এ জামালপুরের মাদারগঞ্জের ঘুঘুমারী মির্জা আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উপলক্ষে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ, কুচকাওয়াজ, মশাল দৌড়, মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মোজাম্মেল হক বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা মোশারফ হোসেন বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াহেদ মাষ্টার। সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাহারুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় শরিরচর্চা শিক্ষক আইয়ুব আলী ও নজরুল ইসলাম বিএসসি, আলী আকবর বিএসসি, সহকারী শিক্ষিকা ফাহমিদা রোজি ও জাখেদা আক্তার।
সাংস্কৃতিক পরিচালনায় সহকারী প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক মো: নুরশাহী। এ সময় মাদারগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, কড়ইচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: সামছুল হুদা মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য রাশেদুল ইসলাম মামুন, কড়ইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো: ওবায়দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।