স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
বিদায়লগ্নে একান্ত অবুঝ মন বলে উঠতে চায়, যেতে নাহি দিবো হায়.! তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। এমন অশ্রুশীক্ত কন্ঠের মধ্যদিয়ে জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ এর (এস.এস.সি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌরসভার আরামনগন এলাকায় স্থাপিত বিদ্যালয় মাঠে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযুদ্ধা আব্দুল হামিদ উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন।
এ-সময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদউজ্জামান সামাদ, সিনিয়র শিক্ষক মতিউর রহমান, হারুন-অর রশিদ, আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক লুৎফর রহমান, আতাউর গনি উসমানী, শামীম আহমেদ, তপন চন্দ্র বিশ্বাস, কামরুল হাসান, সেলিম আলম, সুমন-আল মারুফ, জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, শিক্ষিকা মোর্শেদা খানম, ইদুন্নেছা খাতুন, আয়েশা খাতুন, নুরুন্নাহার নাদিরা, নিভা রানী, তাহমিনা খাতুন পপি, শাহিনা খাতুন সহ সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসছে আগামী (১৫ ফেব্রুয়ারি) সারাদেশব্যাপী এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সুত্রে উক্ত বিদ্যালয়ে এস.এস.সি (সমমান) পরীক্ষার ২০০শতাধিক শিক্ষার্থীদের বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় জানান বিদ্যালয় কতৃপক্ষ।