স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় আশ্রয়ণ ও কামরাবাদ রেলি ব্রীজ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
বিতরণ সূত্রে জানা যায়, আশ্রয়ণ ঘরে থাকা পরিবার সহ বিভিন্ন এলাকার প্রায় ৪শতাধিক পরিবারের মাঝে ২কেজি গরু মাংস, নগদ অর্থ ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ-সময় সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, তারাকান্দি পুলিশ ফাঁড়ি ইনচার্জ সরোয়ার হোসেন, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আশ্রয়ণ ঘরে থাকা পরিবার বলেন, ‘ঈদের আগে এসব উপহার সামগ্রী পেয়ে অনেক খুশি এমনটাই অভিমত প্রকাশ করে এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করেন।