জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৪০ জন দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরন করা হয়েছে।
আজ বুধবার( ১লা সেপ্টেম্বর) দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই বাই সাইকেল বিতরণ কর্মসূচীর আয়োজন করে জামালপুর সদর উপজেলা প্রশাসন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এ বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান স্বপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গতি আনতে, সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া বিভিন্ন অসামাজিক ঘটনা, যেমন- মাদক, জুয়া, চুরি, বাল্যবিবাহ এসবের খবর তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সহ, নাগরিকদের সেবা প্রদান সহজ করতে এই বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
অতিথিরা আরো বলেন,
জেলার সকল উপজেলার সব ইউনিয়নেই গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদান করা হবে।