জামালপুরে করোনায় ৫ জনের মৃত্যু সহ আজ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬০ জন।
জেলায় দিনদিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই কানে আসছে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার মৃত্যু সংবাদ। সব এলাকাতেই বাড়ছে সংক্রমণের সংখ্যা। এ মহামারি থেকে বাঁচতে হলে লোকজন কে আরো সতর্ক এবং সচেতন হতে হবে। সেই সাথে মানতে হবে স্বাস্হ্য বিধি, নাহলে অবস্হা হবে আরো ভয়াবহ।
জামালপুরে ২৪ ঘন্টায় ২৫৭ টি নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৫০ জনের। পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৯.৪৫। এ জেলায় এ পর্যন্ত মোট করোনা সনাক্ত ৩২৬৮ জন।
সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ২৭ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৯৩ টি নমুনা পরীক্ষায় ২৩ জন অর্থাৎ মোট ২৫৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৫০ জন (জামালপুর সদর উপজেলা- ২৭ জন, মেলান্দহ উপজেলা- ৬ জন, মাদারগঞ্জ উপজেলা- ৮ জন, ইসলামপুর উপজেলা- ১ জন, সরিষাবাড়ী উপজেলা- ৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ১ জন ও বকশীগঞ্জ উপজেলা- ৪ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩২৬৮ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত:
জামালপুর সদর উপজেলা- জেনারেল হাসপাতাল, দিগপাইত, পাথালিয়া, কামারবাড়ী, দাপুনিয়া ২ জন, কম্পপুর, নারিকেলী, কাচারীপাড়া ৩ জন, মৃধাপাড়া, বকুলতলা, বজ্রাপুর, বেলটিয়া ২ জন, বগাবাইদ, ইকবালপুর, কাজীরহাট, নয়াপাড়া ৪ জন, জেলখানা, হাটচন্দ্রা, বিসিক ও তিতপল্যা।
মেলান্দহ উপজেলা- ইউএনও অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেলান্দহ ২ জন, শাহজাদপুর ও কাজাইকাটা।
মাদারগঞ্জ উপজেলা- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন, চাঁদপুর, গজারিয়া ২ জন, খাশপাড়া, ছোট গড়পাড়া ও গাবের গ্রাম।
ইসলামপুর উপজেলা- ইসলামপুর।
সরিষাবাড়ী উপজেলা- সরিষাবাড়ী ২ জন ও বগারপাড়।
দেওয়ানগঞ্জ উপজেলা- থিতারচর।
বকশীগঞ্জ উপজেলা- ধানুয়া ৩ জন ও সওদাগর পাড়া।
সর্বশেষ সুস্থ ৫০ জন (হোম আইসোলেশনে- জামালপুর সদর উপজেলা ৪০ জন, মাদারগঞ্জ উপজেলা ২ জন, ইসলামপুর উপজেলা ১ জন, সরিষাবাড়ী উপজেলা ৫ জন ও দেওয়ানগঞ্জ উপজেলা ২ জন)।
সর্বমোট সুস্থ ২৬১৯ জন।
সর্বশেষ মৃত্যু ৫ জন (জামালপুর সদর উপজেলা ২ জন, মেলান্দহ উপজেলা ১ জন ও সরিষাবাড়ী উপজেলা ২ জন)।
১. ঠিকানা- মেস্টা, জামালপুর সদর, জামালপুর, লিঙ্গ- পুরুষ (মুক্তিযোদ্ধা), বয়স- ৯৫ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ০৫/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ০৫/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ০৭/০৭/২০২১ (জামালপুর জেনারেল হাসপাতাল)।
২. ঠিকানা- নান্দিনা, জামালপুর সদর, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৫৫ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ০৫/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ০৬/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ০৬/০৭/২০২১ (জামালপুর জেনারেল হাসপাতাল)।
৩. ঠিকানা- মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৮০ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ২৭/০৬/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ২৮/০৬/২০২১, মৃত্যুর তারিখ- ০৬/০৭/২০২১ (জামালপুর জেনারেল হাসপাতাল)।
৪. ঠিকানা- বড়বাড়িয়া, সরিষাবাড়ী, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৯০ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ০২/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ০৩/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ০৭/০৭/২০২১ (হোম)।
৫. ঠিকানা- সরিষাবাড়ী, সরিষাবাড়ী, জামালপুর, লিঙ্গ- নারী, বয়স- ২২ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ০৬/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ০৭/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ০৭/০৭/২০২১ (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল)।
সর্বমোট মৃত্যু ৬০ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা পরীক্ষা ২৫৭ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা ২৭০৪৬ টি।