টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪ জন এবং এন্টিজেন নমুনা পরীক্ষায় ৮ জন।
তারা হলেন, উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের আফরোজা (২২), পারখী ইউনিয়নের খাদিজা (৫), আজাহার (৪৪), জয়নব (২৭), জোবায়ের (১২), নাগবাড়ী ইউনিয়নের তেজপুর গ্রামের সোমেলা (৬৫), কোকডহরা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের কহিনুর (১৮), বাংড়া ইউনিয়নের কুচুটি গ্রামের তৌকির (২১), ধুনাইল গ্রামের কহিনুর (৩৫), কালিহাতী পৌরসভার কালিহাতী গ্রামের শাজাহান (৭০), আবুল কালাম (৩৯) ও পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার দেউপাড়া গ্রামের আন্না খাতুন (৫০)।
এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১০ জনে এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২২ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের এবং উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি রয়েছেন ৮ জন।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন নতুন আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছে।
তিনি আরও বলেন সকলকে মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া সহ সরকারি স্বাস্থ্যবিধি পালনের যে নির্দেশনা রয়েছে তা মেনে চলার আহবান জানান। পাশাপাশি যদি কারও জ্বর, সর্দি, কাশি সহ করোনার অন্যান্য উপসর্গ থাকে তাহলে হাসপাতালে না এসে হাসপাতালের জরুরী নম্বরে (০১৭৩০৩২৪৫৬৫) ফোন করে সেবা গ্রহণের অনুরোধ জানান এবং উপসর্গ থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করারও আহŸান জানান তিনি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.