বেনাপোল

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৮ বাংলাদেশী যুবক

ভাল কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশ পুলিশ যৌথ ভাবে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহণ করেছে।

ফেরত আসা যুবকেরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মোরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আল-আমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ফেরত আসা যুবকদের সাথে কথা বলে জানা গেছে, তারা অভাবি পরিবারের।  ভাল কাজের কথা বলে তাদেরকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে প্রতারণা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে একবছর কারাভোগ শেষে এসব বাংলাদেশিরা দেশে ফিরে আসে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker