চুয়াডাঙ্গা

ভেজাল সার বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ভেজাল ও নিম্নমানের সার, বালাইনাশক বিক্রির অপরাধে হাবিবুর রহমান (৩৪) নামে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে ওই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে ভেজাল সার ও বালাইনাশক বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমানের কাছে থাকা ভেজাল সার আমেরিকান জিংক প্লাস ১২৫ কেজি, গ্রোজিংক প্লাস ২৫ কেজি, ভেজাল বালাইনাশক নীল ৫ এসজির ১০ গ্রামের ৭২টি প্যাকেট জব্দ করা হয়। তিনি এগুলো বিভিন্ন দোকানে দোকানে ও কৃষকের কাছে বিক্রি করতেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, ভেজাল সার ও ভেজাল বালাইনাশক বিক্রির অপরাধে হাবিবুর রহমানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।

Author

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker