কালিহাতী
স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যানের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার
দায়িত্বরতদের কঠিন হুশিয়ারি
গতকাল ১২ই জুন বুধবার সন্ধায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা ব্যবস্থা ও সার্বিক খোঁজ খবর নিতে আকস্মিক ভাবে ঝঁটিকা অভিযান চালায় কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী।
অভিযানের এক পর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মেয়াদোত্তীর্ণ ২০০ পিস সোরলি’৭৫ এমজি নামের ট্যাবলেট উদ্ধার করে। ঔষধের মেয়াদোত্তীর্ণর বিষয়ে দায়িত্বরত হাসপাতাল কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি নবনির্বাচিত চেয়ারম্যান কে জানান ঔষধের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি তাদের নজরে আসেনি।
এসময় কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজাদ সিদ্দিকী ঐ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেব; কালিহাতী তে জননেতা আবদুল লতিফ সিদ্দিকী এবং আমি যতদিন এই কালিহাতীর জনপ্রতিনিধি হিসেবে থাকবো ততদিন কালিহাতী কোনো অনিয়ম-দুর্নীতির ঠাই হবে না।
সে সময় তিনি ঐ কর্মকর্তাদের উদ্দেশ্যে সকল অনিয়ম ও দূর্নীতি বন্ধ না করলে কালিহাতীর সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কঠিন হুশিয়ারি প্রদান করেন।