জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের নিমিত্ত উপজেলা টাস্কফোর্স কমিটি ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, কোর্স পরিচালক উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত, এসিল্যান্ড সায়েদা খানম লিজা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, এস আই আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার জাহিদুর রহমান, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান প্রমূখ। কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ জামাল।
এ সময় ইউপি চেয়ারম্যান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তাসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।