কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, চেয়ারম্যানের পদ কি মানুষকে মারার পদ? চেয়ারম্যান কি প্রেসিডেন্ট দেশের? যারা মারছে তারা যদি প্রকাশ্যে গিয়ে পায়ে ধইরা মাফ চায় তাহলে মামলা হবে না! তিনি আরো বলেন, মানুষকে মারা কোন বড় কাজ না। মানুষকে গালি দিয়ে কোন বেটা বড় হতে পারে নাই। বড় হইতে হইলে মানুষকে ভালোবাসতে হবে। বুধবার বিকেলে উপজেলার রতনগঞ্জ মাঠে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকীর কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
নাগবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ডা: আব্দুল মজিদের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কৃষক শ্রমীক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা কৃষক শ্রমীক জনতা লীগের সভাপতি লুৎফর সিদ্দিকী, নাগবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনের দিন (২১ ফেব্রয়ারী) টাঙ্গাইলের কালিহাতীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও স্থানীয় এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকীর (আনারস) প্রতীকের কর্মী মুক্তার ও আছির ও আছির উদ্দিনকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব ও জেলা পরিষদের সদস্য আয়নাল হক নির্বাচনের দিন মারধর করে।