ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
সাবেক মন্ত্রী লুৎফুর রহমান খান আজাদের উদ্যোগে খোলা ময়দানে মোনাজাত; পরে ৩১ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে টাঙ্গাইলের ঘাটাইলে খোলা ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাবেক মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদের উদ্যোগে ঘাটাইল গণ পাইলট সরকারি হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে নারী-পুরুষ সহ হাজার হাজার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু।
পরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও ঘাটাইল-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।