টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ মজনু শেখ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মজনু শেখ ওই এলাকার আব্দুল বারেক শেখের ছেলে। রোববার (১৪ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ওসি হাবিবুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মজনুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।