আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সড়ক ও থানা ঘেরাও করা হয়েছে। এসময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক এবং থানা ঘেরাও করা হয়েছে। এসময় আবদুল লতিফ সিদ্দিকীর শত শত নেতাকর্মীরা অবরোধে অংশ নেন। এতে তার সমর্থকদের ছেড়ে দেয়ার দাবী করা হয়।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এছাড়াও আরো কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেয়া পর্যন্ত এখন থেকে যাবো না।
এর পর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় বলে সমাধানের চেষ্টা করেন। তারপর হাসমত আলী নেতাকে ছেড়ে দেন। এরপর নেতাকর্মীরা অবরোধ তুলে নেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানান, হাসমত নেতা একজন এজাহরভুক্ত আসামী। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য: হাসমত আলী উপজেলার বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল লতিফ সিদ্দিকীর সমর্থক হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।