টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা এবং বীরবাসিন্দা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ জুলাই) ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পারখী ইউনিয়নে ৬৪৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার তোতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩৫২ ভোট।
এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুস সবুর শামীম গামছা প্রতীকে পেয়েছেন ২৩ ভোট।
এদিকে বীরবাসিন্দা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছোহরাব হোসেন ৪৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন (মোটরসাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম শিকদার আনারস প্রতীকে পেয়েছেন ৩৭৯০ ভোট। নৌকার প্রার্থী আব্দুল খালেক ৩৫৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থান করেছেন।
কালিহাতী উপজেলা নির্বাচন ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পারখী ইউনিয়নে নৌকার প্রার্থী এবং বীরবাসিন্দা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
এদিকে পারখী ইউনিয়নের ভণ্ডেশ্বর ও সরিষাআটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ জন জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে।