টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় আবিদ হাসান আলভী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আ্জ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরবাবলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সদর উপজেলার দেওলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘আবিদ হাসান মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলা নামকস্খানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’