দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে বাসের ধাক্কা: সড়কে ঝরে গেল ৫ প্রাণ
মুন্সীগঞ্জে চাকা ফেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে বাসের ধাক্কা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঢাকায় আসছিল পরিবারটি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নীমতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে, যেখানে অ্যাম্বুল্যান্সটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস।
হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় উদ্ধারকৃত বাকিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহতদের মধ্যে রয়েছেন সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল (৪০), মেয়ে আফসানা (২০), এবং অ্যাম্বুল্যান্সচালক মাহবুব (৪০)। নিহত বিল্লালের ফুপাতো ভাই মিরাজ ফকির তাদের পরিচয় নিশ্চিত করেছেন। একজন নারীও ঘটনাস্থলেই নিহত হন, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনাকে নিয়ে সন্তান প্রসবের উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন বিল্লাল। পরিবারের সদস্যসহ মোট ১০ জন ছিলো অ্যাম্বুল্যান্সে। পথিমধ্যে চাকা ফেটে যাওয়ায় অ্যাম্বুল্যান্সটি রাস্তার পাশে থেমে চাকা মেরামতের সময় পিছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায় বাসটি।
এই ঘটনায় নারী ও শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর গোল্ডেন লাইন বাসটি আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।