মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের ভিতর থেকে ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমামের নাম মো: ফেরদৌস ইসলাম (৩০)। তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমাম ফেরদৌসকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
মরদেহের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করেছি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।