সায়েম খান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জনসাধারণকে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করাতে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন। প্রশাসনের নজরদারির কারণে উপজেলার প্রতিটি বাজারের জরুরী পণ্যের দোকান ব্যতীত বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে।
উপজেলার ঝিটকা, লেছড়াগঞ্জ, দিয়াবাড়ী, লাউতা, কাণ্ঠাপাড়া, ভাদিয়াখোলা এবং বাজার মাচাইনে জরুরী পণ্যের দোকান ছাড়া দুই একটি দোকান খোলা থাাকলেও প্রশাসন সেগুলো তাৎক্ষণিক বন্ধ করে দেন।

এদিকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ভাদিয়াখোলা এবং মাচাইচন বাজারে চায়ের দোকানে আড্ডা দেয়ায় ২ টি চায়ের দোকানদারকে এবং স্বাস্থ্যবিধি না মানায় ২ ব্যক্তিকে মোট ১১০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। এসময় হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ঝিটকা ভাদিয়াখোলা এবং মাচাইনে চায়ের দোকানেসহ ৪ ব্যক্তিকে মোট ১১০০ টাকা জরিমানা করা হয়েছে।