মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা ৩ দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। রবিবার (১২ জানুয়ারি) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল, জেল বন্দী নির্দোষ বিডিআরের মুক্তি এবং তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে ২(ঙ) ধারা বাতিল করার দাবি করেন।
মানববন্ধনে বিডিআর সদস্যদের মধ্যে বক্তব্য রাখেছেন হাবিলদার সহকারী আব্দুল রব, সিপাহি সাব্বির হোসেন, সিপাহি শাহ আলম খান, সিপাহি রফিক কাজী, সিপাহি সহকারী আবুল হাসান, লাছ নায়েক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাজমুল ইসলামসহ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য।