জামালপুর

মাদারগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লিফলেট বিতরণ

জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা! এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লিফলেট বিতরণ করেছে।

রোববার বিকাল ৩ টায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিভিন্ন দোকানে ও গাড়ী চালক এবং  পথচারীদের মাঝে  লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান সহ স্থানীয়রা ।

বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের জানান গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে।  কোন শাসক ক্ষমতায় গিয়ে যেন হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেরকম রাষ্ট্র ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।

  নিপিড়ীত মজলুম জনগোষ্ঠীর লডাই হিসেবে আমরাও জনগণের সামনে এ ধরনের একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধির করছি যেন ছাত্র-জনতার জুলাই অভ্যুথান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে দালিলিক প্রমাণ হিসেবে সুরক্ষিত থাকে। সবশেষে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করার জন্য সাধারণ জনগণের প্রতি জোরালো আবেদন রাখেন।  

এ সময়  জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক হিফজুল রহমান বকুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার   যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান চৌধুরী , সদস্য মুরশেদ তুষার, সিয়াম আহমেদ, তাপসী, আরিফুল ইসলাম সহ জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker