বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের কর্মীরা লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতাকর্মীদের হত্যার রক্তাক্ত দিন উপলক্ষ্যে মাদারীপুরে জামায়াতে ইসলামির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) পৌরসভা শাখার আয়োজনে মাদারীপুর শিল্পকলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর আমাদের জন্য কালো অধ্যায় ছিল। তবে সেখান থেকে আমাদের পথচলা আরো গতিময় হয়েছে। আজ দেশ থেকে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমাদের দেশের জনগণের জয় হয়েছে। আমরা অত্যাচারী স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছি। তাই দেশকে সুন্দর ও সুখের আবাসস্থল করে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের ফরিদপুর অঞ্চল টিমের সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন। মাদারীপুর পৌরসভার আমির মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আমির মাওলানা আব্দুস ছোবাহান খান, জেলা সেক্রেটারি মো. মোখলেছুর রহমানসহ জেলা উপজেলা জামায়াতে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা।